চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ১১ ডিসেম্বর, ২০২৪

চাঁপাইয়ে প্রশাসনের অনুষ্ঠানে যাওয়ার পর দিন যুবলীগ নেত্রী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ পৌর যুব মহিলা লীগের সভাপতি জুঁই আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের হুজরাপুরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। সদর মডেল থানার ওসি রইস উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।

ওসি রইস উদ্দিন জানান, বেলা আড়াইটার দিকে সদর থানা পুলিশের একটি দল জুঁই আক্তারের বাড়িতে থেকে গ্রেপ্তার করে। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে চলতি বছরের ৪ আগস্ট ছাত্রদের ওপর হামলার ঘটনায় করা মামলায় জুঁই আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি নন বলে জানিয়েছেন ওসি।

এর আগে সোমবার তাকে জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের শোভাযাত্রায় জুঁই আক্তারকে সামনের সারিতে দেখা গেছে। এছাড়া বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে অংশ নেন তিনি। এতে প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর জেলার সর্বোচ্চ কর্মকর্তার সঙ্গে শোভাযাত্রার ছবি ছড়িয়ে পড়ার পরই তার বিষয়টি আলোচনায় আসে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close