নারায়ণগঞ্জ প্রতনিধি
ফতুল্লায় ছুরিকাঘাতে যুবক খুন গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকসেবন নিয়ে বিরোধের জেরে সজীব দেবনাথ (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সজীব দেবনাথ বরগুনা সদর থানার শুশু কাঠপট্টি এলাকার আশুতোষ দেবনাথের ছেলে। গত রবিবার রাত সাড়ে বারোটার দিকে
পাগলা তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রবি (১৭) ও সাজ্জাদকে (১৮) গ্রেপ্তার করে। গ্রেপ্তার রবি
ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকার ও সাজ্জাদ একই থানার পাগলা
উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দা।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, মাদক সেবনের একপর্যায়ে তাদের মধ্যে মারামারি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় সজীব দেবনাথ। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ দুজনকে
গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
প্রত্যক্ষদর্শী ও ড্রেজার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঁচতারা নামের এক ড্রেজারে উঠে গাঁজা সেবনের একপর্যায়ে তিনজন তর্কে জড়িয়ে পড়ে। এ সময় রবি ও সাজ্জাদ মিলে সজিবকে ছুরি দিয়ে পেটে আঘাত করে।
তখন সজিব চিৎকারে ড্রেজার শ্রমিকরা এলে তারা দৌড়ে
পালিয়ে যায়। তখন থানায়
খবর দিলে তাৎক্ষণিকভাবে
পুলিশ রবি ও সাজ্জাদকে গ্রেপ্তার করে।
সজীবের বাবা আশুতোষ দেবনাথ জানান, মিরপুরের একটি মেসে থেকে একটি কোম্পানিতে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত রয়েছেন। তার ছেলে সজিব ঢাকা মিরপুরের একটি ওষুধ কোম্পানিতে চাকরি করত। এক বছর আগে চাকরি ছেড়ে দিয়ে গ্রামের বাড়িতে চলে যায়। দুই মাস আগে
ছেলে মিরপুর তার কাছে চলে আসেন। এক মাস আগে কাঁচামালের আড়তে যোগদানের কথা বলে ফতুল্লার পাগলায় চলে যান। তখন থেকে তার ছেলে ফতুল্লায় থাকেন। গত
রবিবার ভোর ৪টার দিকে
পুলিশের মাধ্যমে তার ছেলের মৃত্যুর সংবাদ পান বলেও জানান তিনি।
"