সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

  ১০ ডিসেম্বর, ২০২৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

সোনারগাঁয়ে সমন্বয়কদের গাড়িবহরে হামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ঢাকা থেকে বান্দরবানের লামায় যাওয়ার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে গত রবিবার রাতে এ হামলার ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে পুলিশ বলছে এটা কোনো হামলার ঘটনা নয়, এটি মূলত ছিনতাই। হামলাকারীরা তাদের মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে কারা এই হামলার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হাসনাত আবদুল্লাহ হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি দাবি করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদও তার ফেসবুক পোস্টে হামলার কথা উল্লেখ করে লিখেন, ‘আমরা প্রত্যেকেই জীবন বাজি রেখে চলি। যারা নারায়ণগঞ্জে আমার ভাই-বোনদের ওপর হামলা করেছে, তাদের ক্ষমা নাই।’

কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক কাজী ওয়াহিদ মোরশেদ জানান, রবিবার রাত ২টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের পিরোজপুর এলাকায় এ ঘটনা ঘটে। একটি গাড়িতে তারা ৮ জন ছিলেন। প্রাথমিকভাবে এটি ছিনতাইকারীদের কাজ বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে এ ব্যাপারে জানা যাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গাড়িটি ছিনতাইকারদের কবলে পড়েছেন। প্রাথমিক তদন্তে তারা নিশ্চিত হয়েছেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খণ্ডঅঞ্চল) আসিফ ইমাম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া পার হওয়ার সময় পিরোজপুর এলাকায় রাতে এমন ঘটনা ঘটে বলে জেনেছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close