নাটোর প্রতিনিধি
১০ ডিসেম্বর, ২০২৪
সেতুর নিচে মিলল বৃদ্ধের মরদেহ
নাটোরের বাগাতিপাাড়ায় রেল সেুতর নিচ থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার ইয়াছিনপুর ২২৫ নম্বর রেল সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক জানান, সেতুর নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। রেলওয়ে সীমানায় হওয়ায় পরে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ ও পিবিআই সদস্যদের সংবাদ দেওয়া হয়। সেতুর ওপর থেকে বা কোনো ট্রেন থেকে পড়ে গিয়ে ওই বৃদ্ধের মত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ওই বৃদ্ধের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ও পিবিআই সদস্যরা।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন