কক্সবাজার প্রতিনিধি

  ০৯ ডিসেম্বর, ২০২৪

কক্সবাজারে অস্ত্র ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩

কক্সাজারের সদর থানার দক্ষিণ ডিকপাড়া এলাকা থেকে অস্ত্র ব্যবসায়ী খালেক ও তার দুই সহযোগীকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। গত শনিবার মধ্য মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৫।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে পর্যটকদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছে থাকা গুরুত্বপূর্ণ জিনিস ছিনতাই ও ডাকাতি করা হচ্ছে। এর ফলে সবসময় আতঙ্কে থাকছেন তারা। এই পরিস্থিতিতে পর্যটন নগরীতে আগত দেশী-বিদেশি পর্যটক এবং স্থানীয় জনসাধারণের জানমালের নিরাপত্তার লক্ষ্যে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধীদের অস্ত্রের যোগানের উৎস ও অস্ত্রধারীদের তৎপরতা নির্মূলে র‌্যাবের অনুসন্ধান ও অভিযান চলমান থাকে। এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৫ কক্সবাজারের আভিযানিক দল কক্সবাজারের দক্ষিণ ডিকপাড়া এলাকা থেকে আব্দুল খালেক নামে এক অস্ত্র ব্যবসায়ীসহ তার দুই সহযোগীকে আটক করে। তাদের কাছ থেকে ৬টি দেশীয় পিস্তল ও ৭০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

এ বিষয়ে র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান জানান, উদ্ধার আলামতসহ আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close