প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৯ ডিসেম্বর, ২০২৪

পটুয়াখালী-ভালুকা মৌলভীবাজার

জেলা-উপজেলায় মুক্তির স্বাদ

১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাকহানাদার বাহিনী থেকে মুক্ত হয় দেশের বেশকিছু জেলা-উপজেলা। তার মধ্যে পটুয়াখালী, মৌলভীবাজার ও ময়মনসিংহের ভালুকা অন্যতম। গতকাল এসব এলাকায় এই মুক্ত দিবসটি উদযাপিত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

পটুয়াখালী প্রতিনিধি : জানান, পটুয়াখালীমুক্ত দিবস গতকাল দুপুরে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া ও মোনাজাত এবং এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, বীর মুক্তিযোদ্ধা এস.এ জকির হিরু, পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোদাচ্ছের বিল্লাহ, একেএম কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল মজিদ বাহার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন, সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মো. মফিজুর রহমান খান প্রমুখ।

মৌলভীবাজার প্রতিনিধি : জানান, মৌলভীবাজার হানাদারমুক্ত দিবস উপলক্ষে গতকাল সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সংস্থা। পরে মুক্তিযোদ্ধাদের নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভা হয় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে।

অন্যদিকে শহরের চাঁদনীঘাট এলাকায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ করেন। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা মরনপণ লড়াই করে পাক হানাদার বাহিনীকে মৌলভীবাজার থেকে বিতারিত করে শত্রুমুক্ত করেছিলেন।

ময়মনসিংহের ভালুকা প্রতিনিধি : জানান, যথাযথ মর্যাদায় ভালুকামুক্ত দিবস গতকাল উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১১টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে র‌্যালি, শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করেন।

উপজেলা ভারপ্রাপ্ত কমান্ডার ও ইউএনও আলীনুর খানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি শুরু হয়ে বাসস্ট্যান্ড এলাকায় শহীদ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বীর মুক্তিযোদ্ধারা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। প্রথমে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ইউএনও আলীনুর খান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে উপজেলা ভারপ্রাপ্ত কমান্ডার ও ইউএনও পৃথক পুষ্পস্তবক অর্পণ করেন। দোয়া পরিচালনা করেন, বীর মুক্তিযোদ্ধা মু. আশরাফ উদ্দিন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবিব জিসান, ভালুকা মডেল থানার ওসি শামছুল হুদা খান, ভরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মাস্টার, গাজী লাল মাহমুদ সরকার, কাজিম উদ্দিন, আব্দুস সালাম, আশরাফ আলী, পারভেজ খোকন, আনিছুর রহমান বাদল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close