ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

  ০৯ ডিসেম্বর, ২০২৪

সুনামগঞ্জের ধর্মপাশা

দুই বন্ধুর ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামে পরিত্যক্ত সুনেত্র গ্যাস ফিল্ডে রয়েল ওরফে হৃদয় হাসান (২০) নামে এক যুবক এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ছাড়া অন্তর মিয়া (১৮) ও শামীম আহমেদ (১৯) নামের দুই তরুণ গুরুতর আহত হয়েছেন। গত শনিবার রাত ১০টার দিকে গাবী হিফজুল কোরআন আশরাফিয়া মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলের কাছে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় চারজনকে আটক করে রাতেই ধর্মপাশা থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী। আটক ব্যক্তিরা হলেন- তাইন তালুকদার (১৯), সজীব মিয়া (১৯), রিফাত আহমেদ (১৯) ও মাসুদ রানা (২২)।

গতকাল রবিবার ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক জানান, আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। আটক চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হৃদয়ের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, অন্তর মিয়া ও তাইন তালুকদার দুজন সহপাঠী। গতবছর এসএসসি পরীক্ষা চলাকালে আসন নিয়ে দুজনের মধ্যে শত্রুতা তৈরি হয়। পূর্ব শত্রুতার জেরে তাইন ও তার অনুসারীরা অন্তরের ওপর হামলা করলে এতে হৃদয় বাধা দেয়। পরে তাইন তালুকদারের এলোপাতাড়ি ছুরিকাঘাতে হৃদয় গুরুতর আহত হন। এ ছাড়া আহত হন অন্তর, শামীম ও সাজন।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে রাত সোয়া ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। হৃদয় পেশায় রাজমিস্ত্রী ও গাবী গ্রামের আক্কাস মিয়ার ছেলে। অন্তর ও শামীমকে ময়মনসিংহ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। তারা নিজগাবী গ্রামের বাসিন্দা। শামীমের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close