গাইবান্ধা প্রতিনিধি

  ০৯ ডিসেম্বর, ২০২৪

সাদুল্যাপুরে অটোভ্যানচালকের লাশ উদ্ধার

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামে রায়হান মিয়া নামের এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে রায়হান মিয়ার লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়। রায়হান ওই গ্রামের মৃত ছামছুল হকের ছেলে।

স্বজনরা জানায়, রায়হান মিয়ার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার স্ত্রীর মনোমালিন্য হয়। এরই জের ধরে অভিমান করে গত শনিবার রাত ১২টার দিকে সবার অজান্তে বাড়ির পেছনে আমগাছে গলায় ফাঁস দেয়। কিছুক্ষণ পর তাকে ঝুলতে দেখা গেলে দ্রুত উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক রায়হান মিয়াকে মৃত ঘোষণা করেন।

সাদুল্যাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার বলেন, গত শনিবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রায়হান মিয়া নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close