কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

  ০৫ ডিসেম্বর, ২০২৪

কালীগঞ্জে গাছে ঝুলছিল বৃদ্ধের মরদেহ

ঝিনাইদহের কালীগঞ্জে নূর ইসলাম মোল্লা (৬৫) নামের বৃদ্ধের গাছের ডালে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেন কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম। গতকাল বুধবার সকালে ঘুম থেকে ওঠে পরিবারের সদস্যরা বাড়ির পিছনে একটি আম গাছের ডালে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। এর আগে, মঙ্গলবার রাতে উপজেলার ভাতঘরা গ্রামে এ ঘটনা ঘটেছে বলে ধারনা পরিবারের। মৃত নূর ইসলাম মোল্লা পাঁচ সন্তানের জনক ছিলেন।

ওসি শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close