সংক্ষিপ্ত সংবাদ
স্মরণসভা
রংপুর ব্যুরো
রংপুর মহানগর বিএনপির সিনিয়র সদস্য রুহুল আমিন বাবলুর স্মরণসভা ও রংপুর বিএনপির এবং সব অঙ্গ সংগঠনের নেতাদের রুহের মাগফেরাত কামনায় গতকাল বিকেলে দোয়া মাহফিল হয়েছে। গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির আয়োজনে স্মরণসভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। বক্তব্য দেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব মাহফুজ উন নবী ডন প্রমুখ।
বিক্ষোভ
নেত্রকোনা প্রতিনিধি
ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা ও পতাকা অবমাননার প্রতিবাদে এবং ভারতের মিডিয়ায় নেত্রকোনায় সংখ্যালগুদের ওপর হামলা মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে গতকাল সকালে শহরের বড় বাজার এলাকায় বাংলাদেশ খেলাফত যুব আন্দোলনের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। গাজী আব্দুর রহিমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন দেলোয়ার হোসেন সিদ্দিকী প্রমুখ।
চেক বিতরণ
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়ায় সমাজসেবা কার্যক্রম ও পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমের সুদ মুক্ত ক্ষুদ্রঋণের আওতায় ১৬৫ জন উপকারভোগীর মধ্যে ৫০ লাখ ২২ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল স্থানীয় অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) শাহ মো. রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন ইউইএনও জহিরুল ইসলাম।
অর্থদণ্ড
কালীগঞ্জ প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে কৃষি জমির মাটি কেটে বিক্রির অপরাধে গত মঙ্গলবার হাসিব ভূঁইয়া নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ দণ্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ ইউএনও তনিমা আফ্রাদ। এর আগে তিনি উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামে অভিযান পরিচালনা করেন।
ইউএনওর মতবিনিময়
সখীপুর প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ইউএনও আব্দুল্লাহ আল রনীর মতবিনিময় হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার। এ সময় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, সহ-সভাপতি মতিউর রহমান প্রমুখ।
খাদ্য বিতরণ
মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে গতকাল সকালে মুরগি ও মুরগির খাদ্য বিতরণ করেছে উপজেলা প্রাণিসম্পদ অফিস। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, ২০০ পরিবারের মধ্যে ২০টি করে মুরগি ও ১ বস্তা করে খাদ্য বিতরণ করা হচ্ছে। উপস্থিত ছিলেন ইউএনও শাহ আলম মিয়া প্রমুখ।
রসুন জব্দ
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে গত মঙ্গলবার ভোরের দিকে চোরাই পথে ভারতে পাচারের সময় ৩ হাজার ২২০ কেজি রসুন জব্দ করেছে বাংলাবাজার বিজিবি। এ ঘটনায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
সেমিনার
নবীগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্যবিমোচন শীর্ষক সেমিনার গতকাল সকালে পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ সমাজসেবা কর্মকর্তা বিদুৎ দাশের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন জেলা সমাজসেবা উপপরিচালক মো. রাশেদুজ্জামান।
মতবিনিময়
জগন্নাথপুর প্রতিনিধি
উপজেলা সাংবাদিকদের সঙ্গে গতকাল সকালে মতবিনিময় করেন জগন্নাথপুর ইউএনও বরকত উল্লাহ। উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় ইউএনও বলেন, গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে অন্তর্বর্তী সরকার যে সংস্কার কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছেন তা বাস্তবায়নে সহযোগিতা করবেন।
"