টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ০৫ ডিসেম্বর, ২০২৪

টঙ্গী সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতর দায়িত্ব গ্রহণ

টঙ্গী সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের দায়িত্ব গ্রহণ গতকাল টঙ্গী বাজার সাব-রেজিস্ট্রি অফিসের মিলনায়তনে আয়োজন হয়।

অনুষ্ঠানে টঙ্গী সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির আহ্বায়ক মফিজ উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব জয়নাল আবেদীনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা রেজিস্ট্রার সাবিকুন নাহার। এছাড়া উপস্থিত ছিলেন টঙ্গী সাব রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল।

নতুন সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক মুরাদ হোসেন বকুলসহ নির্বাচিত সবাইকে ফুলের মালা পরিয়ে দিয়ে সংবর্ধনা দেওয়া হয় এবং কার্যকরী পরিষদের সবাইকে শপথ পাঠ করান জেলা রেজিস্ট্রার সাবিকুন নাহার। পরে কার্যকরী পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close