সিলেট প্রতিনিধি
সিলেট বিভাগীয় কমিশনার
নাগরিকদের চাহিত সেবা দ্রুত প্রদান করতে হবে
সিলেট সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, জন আকাঙ্খা পূরণ করাই প্রজাতন্ত্রের কর্মচারীদের কাজ। তাই কোনোভাবেই জনগণের আশা-আকাঙ্ক্ষা পদদলিত করা যাবে না। নাগরিকদের চাহিত সেবা দ্রুত প্রদান করতে হবে। গতকাল বুধবার দুপুরে নগর ভবনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়ে এই বিভাগীয় কমিশনার বলেন, কারো অধিকার পদদলিত করে টিকে থাকা যায় না। তাই যার যতটুকু অধিকার সেটুকু দিতে হবে। ত্রুটি-বিচ্যুতিগুলো দূর করে নতুনভাবে দেশ গড়তে হবে।
খান মো. রেজা-উন-নবী বলেন, সিটি কর্পোরেশন নাগরিক সেবামূলক একটি প্রতিষ্ঠান। তাই সিটি কর্পোরেশনের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। বিষয়টি বুঝতে হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, আমরা নগরবাসীর সেবক হিসেবে কাজ করছি। তাই নগরবাসীর প্রতি আমাদের দায়বদ্ধতা থাকতে হবে। তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। নাগরিকদের চাহিদা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে।
"