আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

  ০৫ ডিসেম্বর, ২০২৪

গ্রেপ্তার আ.লীগ কর্মী কারাগারে

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের এজাহার নামীয় এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে বগুড়া আদালতে পাঠালে আদালত গতকাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার হারুনুর রশিদ (৫০) উপজেলার তিলোচ সোনারপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক বকুল হোসেন জানান, গত ১৯ আগস্ট রাতে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের তিয়রপাড়া মোড়ে যুবদলের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ২১ আগস্ট রাতে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আশিক হোসেন বাদী হয়ে থানায় ৭৭ জনের নামসহ অজ্ঞাতনামা দুই শতাধিক আসামি করে মামলা করেন। এতে আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে ছিলেন।

ওসি মোস্তাফিজুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close