ভোলা প্রতিনিধি
ভোলায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
ভোলায় অস্ত্রসহ রায়হান নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইস ভোলা গত সোমবার রাত দুইটা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গতকাল সকাল ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিণ জোন। সংবাদ সম্মেলনে কোস্টগার্ড দক্ষিণ জোন বিসিজি বেইস ভোলার অপারেশন কর্মকর্তা রিফাত আহমেদ জানান, দীর্ঘদিন ভোলার সদরের দক্ষিণ দিঘলদী এলাকায় রায়হান জামিল শুভর নেতৃত্বে একটি বাহিনী স্থানীয় জনসাধারণের সঙ্গে অত্যাচার, জুলুম, চাঁদাবাজি, জমিদখল ও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ অন্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। গতকাল ভোর ৫টা পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইস ভোলার একটি টিম সদর উপজেলার দিঘলদী ইউনিয়নে একটি বিশেষ অভিযানে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮টি রামদা, ১টি চাইনিজ ছুরি এবং ৬টি স্টিলের পাইপসহ রায়হান জামিল শুভকে (২৬) আটক করা হয়। পরে তাকে জব্দ সব আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
"