আহনাফ তিহামী, তিতাস (কুমিল্লা)
কুমিল্লার তিতাস
নির্মাণাধীন বিদ্যালয়ের মালামাল চুরি, কাজ বন্ধ
* এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম * চোর ধরতে লাগানো সিসি ক্যামেরাও চুরি * চুরির পর থেকে কাজ বন্ধ রেখেছে ঠিকাদার
কুমিল্লার তিতাসে নির্মাণাধীন শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালামাল চুরির ঘটনায় কাজ বন্ধ রয়েছে। উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন নতুন ভবনে এ চুরির ঘটনা ঘটে।
মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম সরকার চুরির বিষয়টি নিয়ে তার ফেসবুক আইডিতে পোস্ট করেন। তিনি তার পোস্টে উল্লেখ করেন, ‘গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপরই রাজমিস্ত্রিদের মাথায় পিস্তল ঠেকিয়ে ওই ভবন নির্মাণের রড ও সিমেন্টসহ রাজমিস্ত্রিদের যন্ত্রপাতি ডাকাতি করে নিয়ে গেছে কিছু দুর্বৃত্ত।’
তিনি তার পোস্টে লিখেন- ‘চুরি, ডাকাতি ও সন্ত্রাসের কারণে বন্ধ আছে শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজ। ঠিকাদার ঠিকমতোই কাজ করে আসছিল। প্রায় ৮০% কাজ শেষ পর্যায়ে। কিন্তু ৫ আগস্টের পর থেকে গ্রামের কিছু দুর্বৃত্ত এই সরকারি প্রতিষ্ঠানের মালামাল, রড, সিমেন্ট রাজমিস্ত্রিদের যন্ত্রপাতি ৪ বার চুরি এবং একবার রাতে রাজমিস্ত্রি রিঙ্কুকে পিস্তল ঠেকিয়ে সাটারিং-এর মালামাল এবং রড-সিমেন্ট নিয়ে যায়।’
তিনি ওই পোস্টে আরো লিখেন, ‘এতে কার ক্ষতি হলো? শাহপুর গ্রামে আরেকটি নতুন ভবন হবে, ছোট ছোট বাচ্চারা এই স্কুলে পড়াশোনা করবে। এমন একটি প্রতিষ্ঠান থেকে এতবার চুরি হওয়ার পরেও শাহপুর গ্রামের মানুষ মুখ খুলে কিছু বলল না।’
গতকাল মঙ্গলবার সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের রড, সিমেন্ট ও রাজমিস্ত্রিদের যন্ত্রপাতি একাধিকবার চুরি হওয়ায় বর্তমানে বিদ্যালয়ের ওই ভবনের কাজ বন্ধ রয়েছে। বিদ্যালয়ে গিয়ে পাওয়া যায়নি নির্মাণ সংশ্লিষ্ট কাউকে।
শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা পারভীন বলেন, চুরি হয়েছে ঠিক। চুরির বিষয়টি আমি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি। স্কুল টাইম ৯টা থেকে সোয়া ৪টা পর্যন্ত। আমরা চলে গেলে দপ্তরি কাম নৈশপ্রহরী রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত থাকে। প্রকৃতপক্ষে স্কুলের দপ্তরি কাম নৈশপ্রহরীর ডিউটি হচ্ছে ২৪ ঘণ্টা। তবে ২৪ ঘণ্টা ডিউটি করা কোনো মানুষের পক্ষে কি সম্ভব? চুরি মূলত রাতে হয়। শুনেছি নির্মাণাধীন ভবনের রড ও নির্মাণ সরঞ্জামসহ মালামাল চুরি হয়েছে। চুরির ঘটনার পর থেকে ঠিকাদার কাজ বন্ধ রেখেছে।
নতুন ভবন হলে আমাদের কার্যক্রম বাড়তো। আমরা কী কী করব, কোন রুমে কী করব, এ রকম কিছু পরিকল্পনা ছিল। কাজ বন্ধ থাকায় পরিকল্পিত কার্যক্রম স্থগিত আছে। নতুন ভবন হলে শিক্ষার্থীরা আরো সুবিধা ভোগ করতে পারবে।
আফরোজা পারভীন আরো বলেন, সিসি ক্যামেরা লাগানো হয়েছে চোর ধরতে। কিন্তু সিসি ক্যামেরাই চুরি হয়ে গেছে। স্কুলের ফ্যান ও নেট চুরি করে নিয়ে গেছে। উপজেলার ৯টি ইউনিয়নে ৯টি কিশোরী ক্লাব রয়েছে। মজিদপুর ইউনিয়নের কিশোরী ক্লাব শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরশুদিন দেখি কিশোরী ক্লাবের তালা ভেঙে স্টিলের কেবিনেট চুরি করে নিয়ে গেছে।
উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, মালামাল চুরির অভিযোগে বিদ্যালয় ভবনের কাজ বন্ধ রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
"