রংপুর ব্যুরো
রংপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
রংপুরে একটি ছাত্রীনিবাসের নিচতলা থেকে কারমাইকেল কলেজের ডিগ্রি প্রথমবর্ষের শিক্ষার্থী জয়শ্রী রানী জয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে মহানগরের চারতলা মোড়ে আলম ছাত্রী নিবাস থেকে ওই কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা-পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ওই কলেজশিক্ষার্থীর বাড়ি লালমনিহাটের আদিতমারীতে। রংপুরে ছাত্রীনিবাসে থেকে লেখাপড়া করতেন তিনি। গত সোমবার রাতে ওই ছাত্রী মুঠোফোনে ২ ঘণ্টা কথা বলার বিষয়টি জানান নাম প্রকাশে অনিচ্ছুক আলম ছাত্রীনিবাসের সিকিউরিটি গার্ড।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার এসআই মোবারক হোসেন বলেন, হত্যা না আত্মহত্যা, সেটি এখন পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরাধী যেই হোক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে প্রতিদিনের মতো এই শিক্ষার্থী কোচিংয়ে যাওয়ার জন্য বের হয়। মঙ্গলবার আর কোচিংয়ে যাওয়ার জন্য বের হননি এই শিক্ষার্থী। তার রুমমেট কোচিং শেষে রুমে এসে দেখে দরজা বন্ধ। পরে বিষয়টি এলাকাবাসী জানাজানি হলে দরজা ভেঙে রুমে দেখতে পায় জয়শ্রী রানীর ঝুলন্ত মরদেহ।
"