সংক্ষিপ্ত সংবাদ
ধানবীজ বিতরণ
মাগুরা প্রতিনিধি
মাগুরায় প্রণোদনার কর্মসূচির আওতায় গতকাল সকালে সদর উপজেলা কৃষি অফিস চত্বরে উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সদর ইউএনও ইশরাত জাহান। মাগুরা সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা তোজাম্মেল হক, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
স্মরণসভা
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে গতকাল দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্মরণসভা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে বক্তব্য দেন সিভিল সার্জন মহী উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান প্রমুখ।
হানদার মুক্ত দিবস
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদার মুক্ত দিবস উপলক্ষে গতকাল নানা কর্মসূচি পালন করা হয়। সাধারণ পাঠাগার চত্বরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতি ফলকে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এরপর পুলিশ সুপার, ঠাকুরগাঁও পৌরসভা, জেলা তথ্য অফিস, বীর মুক্তিযোদ্ধারা, ঠাকুরগাঁও প্রেসক্লাব, জেলা বিএনপি, জেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন স্কুল-কলেজের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মির্জা রুহুল আমিন মিলনায়তন হলরুমে দিবটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা হয়।
প্রতিবন্ধী দিবস
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে ৩৩তম আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন।
সেমিনার
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ‘বিচার বিভাগ পৃথকীকরণ ও বাংলাদেশের বাস্তবতা’ বিষয়ক সেমিনার গতকাল সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। বক্তা ছিলেন অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ মাসদার হোসাইন।
চিকিৎসা শিবির
সখীপুর প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সখীপুর সিডিপির উদ্যোগে গতকাল বিনামূল্যে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন দিনব্যাপী উপজেলার কালিয়ান পাড়া সিডিপি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সিডিপ ম্যানেজার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ নাজমুল আলম।
এনআইডি বিতরণ
বেনাপোল প্রতিনিধি
বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আব্দুল্লাহর বাবা আব্দুল জব্বারের হাতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র তুলে দিয়ে যশোরের বেনাপোল পৌরসভায় স্মার্ট আইডি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শার্শা উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে গতকাল সকালে বেনাপোল পৌর সভায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন শার্শা ইউএনও কাজী নাজিব হাসান।
"