রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

  ০৪ ডিসেম্বর, ২০২৪

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ ও মীর শফিকুল ইসলামের ওপর অতর্কিত হামলা, গুলি ও নির্যাতনের প্রতিবাদে হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন রূপগঞ্জের সাংবাদিকরা। গতকাল মঙ্গলবার সকালে রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কেড় ভুলতা গাউছিয়া এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ হয়।

মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন রূপগঞ্জ প্রেসক্লাব, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, আড়াইহাজার প্রেসক্লাব, সোনারগাঁ প্রেসক্লাব ও ডেমরা প্রেসক্লাবের সাংবাদিকরা।

বক্তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

আন্দোলনকারী সাংবাদিকদের দাবি, দ্রুত রূপগঞ্জে অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করতে হবে। এসব অবৈধ অস্ত্র উদ্ধার না হলে তারা এলাকার নিরীহ মানুষের ওপর ব্যবহার করবে। তাই এসব অবৈধ অস্ত্রধারীদের আইনশৃঙ্খলা বাহিনী যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করে অস্ত্র উদ্ধার করতে হবে বলেও দাবি করেন।

এ সময় বক্তব্য দেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলিম ও রূপগঞ্জ প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা আলম হোসেন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close