সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

  ০৩ ডিসেম্বর, ২০২৪

নীলফামারীর সৈয়দপুর

গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার শুরু

দীর্ঘ প্রতিক্ষার পর নীলফামারীর সৈয়দপুর পৌর শহরের তামান্না সিনেমা হল মোড় থেকে ওয়াপদা মোড় পযন্ত প্রায় তিন কিলোমিটারের গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। এ সড়কটি সংস্কারের মাধ্যমে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সৈয়দপুরবাসীর। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী, সৈয়দপুর পৌরসভার, প্রশাসকের দায়িত্ব পাওয়ার পর সৈয়দপুরবাসীর কথা চিন্তা করে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন।

এ কারণে গত রবিবার বেলা সাড়ে ১১টায় সড়কটি সংস্কারের উদ্বোধন করা হয়। ৩ হাজার ৫০০ মিটারের সড়কটির এডিবি প্রকল্পের আওতায় ৬৬ লাখ টাকায় সংস্কার করবে মেসার্স মিনা কন্ট্রাক্টশন।

এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম, সহকারী প্রকৌশলী আবদুস সেলিম জুয়েল, মো. আবদুল খালেক, উপ সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, হিসাব রক্ষক আবু তাহের, যানবাহন পরিদর্শক মোকছেদ আলী, সুজন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবদুল গফুর সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন (পাপ্পু), ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এসএম মামুনুর রশীদ মামুন, বিএনপির অন্যতম নেতা শওকত হায়াত শাহ, জামিলসহ অনেকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close