সংক্ষিপ্ত সংবাদ
মতবিনিময়
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে গতকাল মতবিনিময় সভা হয়েছে। ক্যাবের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্যাব সভাপতি আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।
পোনা বিতরণ
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর সেচ প্রকল্পের আওতাধীন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০৬ জন প্রান্তিক চাষির মধ্যে গতকাল সকালে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিতরণ করা হয়েছে। চাঁদপুর সদর উপজেলা পরিষদের সামনে প্রত্যেক চাষির হাতে ১০ কেজি করে মাছের পোনা তুলে দেন সদর ইউএনও সাখাওয়াত জামিল সৈকত।
বিনামূল্যে চিকিৎসা
দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় বানছড়া এলাকার স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে গতকাল সকালে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোন। বানছড়া প্রাথমিক বিদ্যালয়ে চিকিৎসা সহায়তা ক্যাম্পের উদ্বোধন করেন বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল ওমর ফারুক।
স্মরণসভা
বাউফল প্রতিনিধি
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে গতকাল সকালে পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে স্মরণসভা হয়েছে। ইউএনও (ভারপ্রাপ্ত) প্রতীক কুমার কুন্ডের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাউফল আর্মিক্যাম্প কমান্ডার ক্যাপটেন খন্দকার নাজমুস সাকিব প্রমুখ।
মাদকসহ গ্রেপ্তার
মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে ৩০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে বারইয়ারহাট পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
হুইল চেয়ার বিতরণ
কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় গত রবিবার বিকেলে প্রবাসীদের অর্থায়নে ও ঠিকানা ফাউন্ডেশনের আয়োজনে ২৭ প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। কুলাউড়া পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রকিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন।
শিক্ষা উন্নয়নসভা
কাউনিয়া প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় গতকাল সকালে উপজেলা কনফারেন্স হল রুমে জাগরণী চক্র ফাউন্ডেশন অর্ধবার্ষিক উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা হয়েছে। সভায় কুর্শা ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সহ-সভাপতি রাশেদুল ইসলাম প্রমুখ।
আইনশৃঙ্খলা সভা
কালীগঞ্জ প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে মাসিক চৌকিদার প্যারেড ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা গতকাল দুপুরে থানা চত্বরে অনুষ্ঠিত হয়। সালাম গ্রহণ করেন কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন। উপস্থিত ছিলেন থানার ইন্সপেক্টর (তদন্ত) রজিউল্লাহ খান প্রমুখ।
মতবিনিময় সভা
কলাপাড়া প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় গতকাল সকালে প্রান্তিক কৃষক, ধান ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। ধানের মূল্য বৃদ্ধি, নদী-খাল বাঁধমুক্তকরণসহ কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
"