শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
০৩ ডিসেম্বর, ২০২৪
মরা গরুসহ কসাই আটক
বগুড়ার শিবগঞ্জে মরা গরুসহ এক কসাই ও তার সহযোগী পুলিশের ফাঁদে পরে মরা গরুসহ আটক হয়েছে। গত রবিবার রাত ৩টার দিকে উপজেলার পৌরসভার অর্জুনপুর সেতু এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- শিবগঞ্জ পৌর এলাকার রাঙামাটি গ্রামের রাজা ফকির (৫৭) ও একই এলাকার শহিদুল ফকির (৪০)। মরা গরু জবাই করার বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান প্রতিদিনের সংবাদকে বলেন, মরা গরু জবাই করে সাধারণ মানুষকে প্রতারণা করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন