কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

  ০৩ ডিসেম্বর, ২০২৪

মায়ের মৃত্যুর ৩ ঘণ্টা পর ছেলের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে মায়ের মৃত্যুর ৩ ঘণ্টা পর ছেলেরও মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলা ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকার লোকজন জানান, উপজেলার সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের সানার উদ্দিন মন্ডলের ছেলে শাহেদুল ইসলাম (ভিম)। তিনি দীর্ঘদিন ধরে নার্ভের টিউমার রোগে ভুগছিলেন। মা আঙ্গুরা বেগম (৮৭) বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তিনি ছোট মেয়ে খুকুর বাড়ি ঝিনাইদহে ছিলেন। ছানার উদ্দিন মন্ডলের ৪ ছেলে ২ মেয়ে। গতকাল রাত দেড়টার দিকে আঙ্গুরা বেগম মৃত্যুবরণ করলে মেয়ে খুকু মায়ের মৃত্যুর খবরটি পরিবারকে জানায়। সাহেদুল ইসলাম ভিম মায়ের মৃত্যুর বিষয়টি জানতেন না, তার চোখ দিয়ে পানি পড়তে থাকে এবং অস্থিরতা দেখা যায়। রাত ৪টার দিকে তিনিও মারা যান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close