মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

  ০৩ ডিসেম্বর, ২০২৪

মনোহরদীতে সংবাদ সম্মেলন

জেল পালিয়ে বাদীকে হুমকি বাবা-ছেলে হত্যার আসামির

নরসিংদীর মনোহরদীতে বাবা ও ছেলেকে হত্যার পর গ্রেপ্তার হয়ে কারাগার থেকে পালিয়ে পুনরায় বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার বিচার চেয়ে গতকাল সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

দৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ কথা জানান হত্যা মামলার বাদী রেনুজা বেগম। তিনি জানান, ২০২২ সালে তুচ্ছ ঘটনায় প্রতিবেশী শাহজাহানের স্ত্রী নাছিমা বেগম, ছেলে মো. সাইফুল ইসলাম এবং নাছিমার বোন তাসলিমা বেগম ধারালো অস্ত্র দিয়ে বাড়ির পাশে রেনুজা বেগমের স্বামী সিরাজ উদ্দিন এবং ছেলে রাকিবকে গুরুতর আহত করে।

পরে ওই দিন রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাকিবের মৃত্যু হয়। এর ৯ দিন পর চিকিৎসাধীন অবস্থায় রাকিবের বাবা সিরাজ উদ্দিনও মারা যান। এ ঘটনায় রেনুজা বেগম বাদী হয়ে মনোহরদী থানায় হত্যা মামলা করার পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। সাত মাস কারাভোগের পর নাছিমা এবং তাসলিমা জামিনে বের হলেও আটক থাকে সাইফুল।

চলতি বছরের ১৯ জুলাই ছাত্র আন্দোলনের সময় নরসিংদী কারাগার ভেঙে ফেলা হলে সেখান থেকে পালিয়ে যায় সাইফুল। এখনো তিনি আত্মসমর্পণ করেননি। গত ১৭ নভেম্বর বিকেলে সাইফুল, তার মা নাছিমা ও খালা তাসলিমা রেনুজাকে একা পেয়ে মামলা তুলে নিতে বলে। এ সময় তিনি অস্বীকার করায় তাকেও হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনার পরদিন তিনি মনোহরদী থানায় সাধারণ ডায়েরে করেছেন।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, জামিনে বের হয়ে গত বছর ডিসেম্বরে নাছিমা বেগম বাদী হয়ে তাকে ও হত্যা মামলার সাক্ষীদের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন। পরবর্তীতে আদালত ওই মামলা খারিজ করে দেয়।

বর্তমানে নিরাপত্তহীন ওই নারী আসামি সাইফুল ও তার মা-খালাকে পুনরায় গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close