সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ০৩ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রামের সাতকানিয়া

ফোনে ‘জিনের বাদশা’ পরিচয়ে চাঁদা দাবি, সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় কেরানীহাটে গত এক মাস ধরে মোবাইল ফোনে ‘জিনের বাদশা’ পরিচয়ে চাঁদা চেয়ে ব্যবসায়ীদের ক্রমাগত হুমকি দিচ্ছে একটি চক্র। চাঁদা না পেলে দোকানে বিস্ফোরণ ঘটানো এবং দোকানিকে হত্যার হুমকি দেওয়া হয়। এরইমধ্যে চাঁদা না পেয়ে একটি দোকান আগুন দিয়ে জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। এরপর চাঁদা দাবিকারীদের আইনের আওতায় আনতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্ত ওই দোকানের স্বত্বাধিকারী মোহাম্মদ জুনায়েদ। সে মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মো. রিয়াজ উদ্দিন (৪০) সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ভোয়ালিয়া পাড়ার বাসিন্দা।

গত রবিবার সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, গত এক মাস ধরে সাতকানিয়ার কেরানীহাটের ব্যবসায়ীদের কথিত ‘জিনের বাদশা’ পরিচয়দানকারী কয়েকটি মোবাইল নম্বর থেকে ব্যবসায়ীদের হুমকি দিয়ে চাঁদা দাবি করে আসছে। হুমকির ফলে স্থানীয় ব্যবসায়ীদের মনে আতঙ্ক বিরাজ করছিল। হুমকির বিষয়ে ব্যবসায়ীরা সাতকানিয়া থানায় জিডি করেন। জিডি তদন্তকালে কথিত ‘জিনের বাদশা’ কেরানীহাট বাজারের অন্তত ৩০-৪০ জন ব্যবসায়ীকে চাঁদা দাবি করে হুমকি দেয়। চাঁদা না পেয়ে গত ১৫ নভেম্বর কেরানীহাট বাজারের ব্যবসায়ী মোহাম্মদ জুনায়েদের দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে ব্যবসায়ী মোহাম্মদ জুনাইদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করলে মুঠোফোনে চাঁদা দাবি করা ব্যক্তিদের শনাক্তে মাঠে নামে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় কেরানীহাটের ব্যবসায়ীদের ক্রমাগত হুমকি প্রদানকারী সীম সমূহের সিডিআর ও রেজিস্ট্রেশন পর্যালোচনা করে সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ভোয়ালিয়া পাড়ার রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান জানান, রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং ঘটনায় জড়িত মূল হোতা তার শ্যালক এমরান হোসেনের নাম প্রকাশ করে। ব্যাপক জিজ্ঞাসাবাদে রিয়াজ আরো জানায়, তার নিজের ও এমরানের পরিবারের লোকজনের এনআইডি ব্যবহার করে কয়েকটি সিম এমরান ব্যবহার করছে।

ওসি আরো জানান, ৬ মাস আগে এমরান টেকনাফ থানা এলাকায় একইভাবে ব্যবসায়ীদের হুমকি প্রদান করে এবং ব্যবসায়ী কামালের দোকানে অগ্নিসংযোগসহ বিকাশের মাধ্যমে চাঁদা আদায় করে। এমরানের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন আছে। গ্রেপ্তার রিয়াজকে আদালতে প্রেরণ করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ঘটনায় জড়িত মূল হোতা এমরান হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close