শাবিপ্রবি প্রতিনিধি

  ০২ ডিসেম্বর, ২০২৪

শাবিপ্রবির জিইবি বিভাগের বর্ষপূর্তি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলোজি বিভাগের ২০তম বর্ষ পূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করেছেন ওই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

গতকাল রবিবার বেলা ১১টায় শিক্ষাভবন-ই এর সামনে থেকে ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরবর্তীতে কেক কাটার মাধ্যমে উদযাপন শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে জিইবি বিভাগের সহকারী অধ্যাপক মো. হজরত আলীর সঞ্চালনায় বক্তব্য দেন ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান, অধ্যাপক ড. এসএম আবু সায়েম ও সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয়।

ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দুই দশক ধরে শাবির জিইবি বিভাগ স্নাতকে দেশে ও বিদেশের নামিদামি প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করছেন। অনেকেই গবেষণায় প্রতিনিয়ত ভালো করছেন। বিভিন্ন দুর্যোগে মানবতার কল্যাণে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে আসছেন।’

অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, ‘আমাদের মিশন ছিল জিইবি বিভাগকে দেশের অন্যতম বিভাগ হিসেবে গড়ে তোলার। আমরা সেটা করতে পেরেছি বলে মনে করি। এর পেছনে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীদের অবদান সবচেয়ে বেশি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close