চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ
অবশেষে সংস্কার হচ্ছে সেই সড়ক
চাঁপাইনবাবগঞ্জ শহরের পাওয়ার হাউস মোড় থেকে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত বেহাল সড়কের সংস্কারকাজের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার দুপুরে কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। মালিকানা জটিলতা কাটিয়ে দীর্ঘ একযুগ পর সড়কটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আওতাধীন লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় সড়কটিতে নতুন করে ডিবিসি রাস্তা ও আরসিসি ড্রেন নির্মাণ করা হবে। এই প্যাকেজের চুক্তিমূল্য ৯৫ লাখ ৩৭ হাজার ৬৫৪ টাকা। সড়কটির দৈর্ঘ্য ৩৩০ মিটার। এই প্রকল্পের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রবেশের জন্য নাচোল, ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলার মানুষ ব্যবহার করেন পাওয়ার হাউস-ফায়ার সার্ভিস মোড়ের সড়কটি। কিন্তু মালিকানা জটিলতায় দীর্ঘদিন ধরে আটকে ছিল সড়কটির সংস্কারকাজ। মাঝেমধ্যে পৌরসভার পক্ষ থেকে ইটের খোয়াসহ কিছু ভরাট ফেললেও কিছুদিন পরে আবারও বেহাল দশায় পরিণত হত। এছাড়া পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই খানাখন্দে ভরা সড়কটিতে পানি জমে যেত। ফলে প্রতিনিয়তই ঘটত ছোট-বড় দুর্ঘটনা।
নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম বলেন, রাস্তাটির মালিক ছিল জেলা পরিষদ। তাদের কাছে অনাপত্তিপত্র নিয়ে নতুন করে রাস্তাটির নির্মাণকাজ শুরুর উদ্যোগ নিয়েছে পৌরসভা। আগামী ৬ মাসের মধ্যে কাজ শেষ করা হবে বলেও জানান তিনি।
"