ভোলা প্রতিনিধি

  ০২ ডিসেম্বর, ২০২৪

ভোলায় পুলিশ কনস্টেবল হলেন ৫২ জন

ভোলায় পুলিশের কনস্টেবল পদে ৫২ জন নিয়োগ পেয়েছেন। জেলা পুলিশ লাইন্সে সদ্য নিয়োগ

পাওয়া কনস্টেবলদের ফুল দিয়ে বরণ করা হয়েছে। গত শনিবার পুলিশ সুপার শরীফুল হক

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

‘সেবার ব্রতে চাকরি’ এই স্লোগানে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগপ্রাপ্তদের ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। গত ২২ নভেম্বর ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ নিয়োগ পরীক্ষা হয়। এ সময় অভিভাবকরা আবেগপ্রবণ হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করে বলেন, পুলিশ স্বচ্ছতা, যোগ্যতা এবং মেধার ভিত্তিতে নিয়োগ না দিলে তাদের সন্তানেরা চাকরির সুযোগ পেত না।

এ সময় উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্যসহ ভোলা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close