নাটোর প্রতিনিধি

  ০১ ডিসেম্বর, ২০২৪

নাটোরে সমবায় বাজারের উদ্বোধন

জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্য মূল্যের অস্থায়ী বাজার সমবায় বাজার এর উদে¦াধন করেছে জেলা প্রশাসন। গতকাল শনিবার সকালে জেলা শহরের ভবানীগঞ্জ মোড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জেলা প্রশাসক মিজ আসমা শাহীন এই সমবায় বাজারের উদ্বোধন করেন।

জানা গেছে, ন্যায্যমূল্যের বাজারে ডিম ৪৩ থেকে ৪৫ টাকা হালি, গরুর মাংস ৬৩০ টাকা কেজি, সোনালি মুরগী ২৫০টাকা কেজি। এছাড়া স্বল্পমূল্যে বিভিন্ন প্রজাতির মাছ, হলুদ-মরিচ গুঁড়া, মধুসহ বিভিন্ন পণ্য মিলবে বাজার থেকে। প্রতিটি পণ্যে প্রকারভেদে ৫ থেকে ১০ টাকা কমে পাওয়া যাবে। যতদিন না বাজার নিয়ন্ত্রণে আসবে, তত দিন এই কার্যক্রম চালু রাখার কথা জানান জেলা প্রশাসক।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন এবং জেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী সহ অনেকে।

বাজারে আসা ক্রেতারা জানান, বাজারে তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দাম অনেক বেশি। কিন্তু এই বাজারে দাম সেই তুলনায় কম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close