গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ০১ ডিসেম্বর, ২০২৪

সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর বগুড়া মহাসড়ক ফোর লেন সম্প্রসারণ প্রকল্প কাজে পান্থাপাড়া এলাকায় কাঁদা মাটি ও নিম্নমানের বালু ব্যবহার করে রোড ডিভাইডারের ব্লক স্থাপনের কাজ করায় স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানিয়েছে।

গত শুক্রবার বাসিন্দারা ঠিকাদারের কাজ বন্ধ করে দেয় এবং বেলা ১১টার দিকে মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে বেশ কিছু যানবাহন আটকা পরে। এ সময় অবরোধকারীরা মানসস্মত কাজ করার দাবি জানায়। পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে স্থানীয়দের আশ্বাস দিলে যানচলাচল স্বাভাবিক হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close