কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

  ০১ ডিসেম্বর, ২০২৪

সিলিন্ডার বিস্ফোরণ আহত ৩

মাদারীপুরের কালকিনিতে রান্না ঘরে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে তিনজন আহত হয়েছেন। গত শুক্রবার সকালে দক্ষিণ ঠেংগামারা গ্রামে এই বিষ্ফোরনের ঘটনা ঘটে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন।

জানা গেছে, ঠেঙ্গামারা গ্রামের শহিদুল হাওলাদারের বাড়ি থেকে বৃহস্পতিবার কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে ১২টি হাত বোমা উদ্ধার করে। তবে শুক্রবার সকালে একই বাড়িতে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বিকট শব্দের কারণে এলাকার মানুষ প্রথমে ভেবেছিলেন বোমা বিস্ফোরণ হয়েছে। কিন্তু পরবর্তীতে এলাকার মানুষ ঘটনাস্থানে গিয়ে জানতে পারেন রহিম হাওলাদারের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন আহত হয়েছেন।

আহতের স্বজনের দাবি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে বোমা বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি।

কালকিনি থানার ওসি মুহাম্মদ হুমায়ুন কবীর জানান, বিস্ফোরণের ঘটনার তদন্ত শেষে বলা যাবে সিলিন্ডার নাকি বোমা বিস্ফোরণ হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close