ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
জমি নিয়ে বিরোধ
বড় ভাই হত্যা মামলায় ছোট ভাই গ্রেপ্তার
নওগাঁর ধামইরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই হত্যা মামলার পলাতক আসামি ছোট ভাই মো. মাহিনুর রশীদকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম। এর আগে শুক্রবার দুপুরে জেলার কাজীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি উপজেলার রসুলবিল রাঙ্গামাটি এলাকার বাসিন্দা।
জানা গেছে, গত অক্টোবর মাসের ৬ তারিখ বিকালে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডার তৈরি হয়। এক পর্যায়ে ছোট ভাই মাহিনুর রশীদের আঘাতে বড় ভাই মামুনুর রশীদ (৪২) ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনার পর থেকে ছোট ভাই মাহিনুর রশীদ পলাতক ছিল। পরে ৭ অক্টোবর থানায় ছোট ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।
ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। শনিবার আসামিকে জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
"