ফেনী প্রতিনিধি
০১ ডিসেম্বর, ২০২৪
ফেনীতে খেলাকে কেন্দ্র করে ব্যবসায়ী গুলিবিদ্ধ
ফেনীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় জহিরুল ইসলাম (৪০) নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।
গত শুক্রবার সন্ধ্যায় ফেনী সদর উপজেলার কালিদহ বাজারে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জহিরুল ইসলাম কালিদহ ইউনিয়নের মৃত আবুল হোসেনের ছেলে। কালিদহ বাজারে তার হার্ডওয়্যারের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কালিদহ স্কুল মাঠে ফুটবল খেলায় ফাউল বিতর্কে দুই পক্ষ মারামারিতে জড়িয়ে যায়। পরে এ ঘটনায় একদল দুর্বৃত্ত সন্ধ্যায় কালিদহ বাজারে গিয়ে ভাঙচুর করে। ব্যবসায়ী জহিরুল ইসলাম দুর্বৃত্তদের বাধা দিলে তাদের গুলিতে তিনি আহত হন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন