সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০১ ডিসেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে নতুন ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত

সিরাজগঞ্জে জেলায় নতুন করে ২২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় অর্থাৎ গত শুক্রবার দুপুর থেকে গতকাল শনিবার দুপুর পর্যন্ত ২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৫৭ জনে। এমনই তথ্য জানান জেলা সিভিল সার্জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় পরিসংখ্যান কর্মকর্তা সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ২২ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন ও সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন তিন জন।

জেলা সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন বলেন, ‘ডেঙ্গু মোকাবিলার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। জেলা সদর ছাড়া প্রতিটি উপজেলা হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা আছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close