সংক্ষিপ্ত সংবাদ
পিটিয়ে আহত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত শুক্রবার রাতে সাংবাদিক শফিকুল ইসলাম মীরকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে উপজেলার সাওঘাট এলাকায় সিয়ামসহ তার সহযোগীরা তার চাচাতো ভাই জহিরুলকে মারধোর করে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার প্রতিবাদ করলে তাকে পিটিয়ে আহত করে। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, লিখিত অভিযোগ পেয়েছি।
মাঠ দিবস
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় করিমারা গ্রামে ফিড দ্য ফিউচার বাংলাদেশ ক্লাইমেট র্স্মাট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ) ব্রি-ধান-৫২ শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইউএসএআইডি এর অর্থায়নে আইএফডিসি এর আয়োজনে প্রধান অতিথির বক্তব্য দেন কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত।
প্রতিষ্ঠাবার্ষিকী
মাগুরা প্রতিনিধি
বাংলাদেশের আলো পত্রিকার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মাগুরায় আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। শহীদ সৈয়দ আতর আলী গণ-গ্রন্থগারে সাংবাদিক এস এম শিমুল রানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী, জ্যেষ্ঠ সাংবাদিক মোখলেছুর রহমান প্রমুখ।
বিএনপির মানববন্ধন
টঙ্গী প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর এলাকার একাধিক হত্যা মামলার আসামি কামরুল ইসলাম কামু ও তার সহযোগীদের শাস্তির দাবিতে গতকাল মানববন্ধন, বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছে ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপি সহযোগী সংগঠন এবং এলাকাবাসী।
কঙ্কাল উদ্ধার
ফুলপুর প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে ধানখেত থেকে গতকাল অজ্ঞাতনামা এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, উপজেলার ইমাদপুর গ্রামের কুনিয়া মাঠের মোশারফ হোসেনের আমন ধানের জমিতে ওই কঙ্কালের খবর পেয়ে তা উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মর্গে পাঠিয়েছে পুলিশ।
মতবিনিময় সভা
মঠবাড়িয়া প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে গত শুক্রবার রাতে মতবিনিময় করেছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ.আর মামুন খান। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কর্মকারের সভাপতিত্বে আরো বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল দাস প্রমুখ।
স্মরণসভা
কাউনিয়া প্রতিনিধি
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রংপুরের কাউনিয়া উপজেলার শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা গতকাল সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও মহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি লোকমান হোসেন প্রমুখ।
শপথ গ্রহণ
সিংড়া প্রতিনিধি
বাংলাদেশ শিক্ষক সমিতি নাটোরের সিংড়া কমিটির নেতাদের শপথ গতকাল দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম আনু ও সাধারণ সম্পাদক ফজলুল হকসহ ৭১ সদস্যকে শপথ পাঠ করান বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আফছার আলী।
শিক্ষকদের মতবিনিময়
নবাববগঞ্জ প্রতিনিধি
নবাবগঞ্জ উপজেলার ডাকবাংলো চত্বরে গতকাল শিক্ষক ও মোয়াজ্জেমদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। সভায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা তরিকুল ইসলাম প্রমুখ।
"