জামালপুর প্রতিনিধি
জামালপুরে হাসপাতাল ভাঙচুর প্রতিবাদে বিক্ষোভ
জামালপুর শহরের সরদারপাড়ায় বেসরকারি এম এ রশিদ হাসপাতালে ভাঙচুর ও অস্ত্র প্রদর্শন করেছে দুর্বৃত্তরা। প্রতিবাদে গতকাল শনিবার বেলা ১১টার দিকে শহরের বকুলতলায় বিক্ষোভ ও মানববন্ধন করেন জামালপুর বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি নেতারা।
সমাবেশে বক্তব্য দেন এম এ রশিদ হাসপাতালের পরিচালক অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমান, জামালপুর বেসরকারি ডায়াগনস্টিক ক্লিনিক মালিক সমিতির সভাপতি হারন অর রশিদ ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাপ্পী, শাহ জামাল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালা আশরাফুল ইসলাম বুলবুল ও বড়পীর হজরত আবদুল কাদের জিলানী (র.) হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমান সোহেল প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, হাসপাতাল বন্ধ করতে একদল দুর্বৃত্ত অস্ত্র প্রদর্শন করে গত বৃহস্পতিবার গভীর রাতে হাপাতাল মেইন ফটকসহ আসবাব ভাঙচুর করে ১০ লাখ টাকার ক্ষতি করেছে। সিসি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। তা না হলে জামালপুর জেলায় সব ধরনের বেসরকারি হাসপাতাল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন তারা।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সল মো. আতিক অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।
"