হিলি (দিনাজপুর) প্রতিনিধি
ফোর লেন রাস্তার কাজ পরিদর্শন জেলা প্রশাসকের
দিনাজপুরের হিলি স্থলবন্দরের ফোর লেন রাস্তার কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম। গতকাল শনিবার দুপুরে হিলি চারমাথা মোড়ে তিনি রাস্তার কাজ পরিদর্শন করেন। এ সময় হিলি নাগরিক কমিটির পক্ষ থেকে হিলি চারমাথা থেকে মহিলা কলেজ পর্যন্ত রাস্তার ভূমি অধিগ্রহণ জটিলতার সমস্যার সমাধানের জন্য স্মারক লিপি দেওয়া হয়।
হিলি নাগরিক কমিটির পক্ষ থেকে দাবিগুলো হলো- দ্রুত ভালো মানের সরকারি পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজ নির্মাণ, হিলি জিরো পয়েন্ট থেকে মহিলা কলেজ পর্যন্ত ২ কিলোমিটার ভূমি অধিগ্রহণ শেষ করে রাস্তার কাজ দ্রুত শেষ করা, হিলি রেলস্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতিসহ রেলের ওয়াগনের মাধ্যমে পণ্য খালাসের ব্যবস্থা করা, হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের আধুনিকায়ন করা, হিলি স্থলবন্দরে স্থায়ী ট্রাক টার্মিনালের ব্যবস্থা করা এবং সরকারিভাবে খেলার মাঠ নির্মাণ।
এসব বিষয়ে জেলা প্রশাসক রফিকুল ইসলাম রাস্তার অধিগ্রহণসহ সব কাজ দ্রুত করা হবে বলে আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এম এ আজিজ, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, হাকিমপুর উপজেলার বিএনপির সভাপতি ফেরদৌস হোসেন, হাকিমপুর থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
"