আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

  ০১ ডিসেম্বর, ২০২৪

বগুড়ার আদমদীঘি

সরকারি রাস্তায় বেড়া দেওয়ায় ক্ষোভ, নীরব প্রশাসন

বগুড়ার আদমদীঘিতে ইউনিয়ন পরিষদের অনুমোদন ছাড়াই সরকারি রাস্তার ইট তুলে নেওয়া এবং টিনের বেড়া দিয়ে দখল করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ এবং প্রশাসন নীরব রয়েছে জানা গেছে। উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদীঘি গ্রামের আব্দুস ছালামের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। প্রায় ৫০ বছর আগের এই সরকারি রাস্তায় ইট তোলার পর প্রতিবাদ করেও কোনো সুরাহা পাননি স্থানীয়রা। তিনি নিয়মনীতির তোয়াক্কা করছেন না বলে অভিযোগ।

বিষয়টি নিয়ে এলাকাবাসীর কাছে ব্যাপক প্রশ্নবিদ্ধ হন তিনি। ঘটনাটি ঘটে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির নিমাইদীঘি গ্রামে। এ ঘটনার এখনো পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করেননি উপজেলা প্রশাসন।

জানা যায়, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদীঘি গ্রামের আব্দুস ছালাম তার বাড়ির সামনে দিয়ে প্রায় ৫০ বছর আগে জনসাধারণের সুবিধার জন্য সরকারি বরাদ্দের মাধ্যমে প্রায় ২০০ ফিটের একটি ইট সোলিং রাস্তা নির্মাণ করেন। এই রাস্তা দিয়ে ওই গ্রামের লোকজন প্রতিনিয়ত যাতায়াত করতো। কয়েকদিন আগে ইউনিয়ন পরিষদকে না জানিয়ে আব্দুস ছালাম তার নিজের জায়গা দাবি করে ঘর বানানোর অজুহাতে রাস্তার ইটগুলো তুলে ফেলেন। এরপর টিন দিয়ে চারপাশে ঘিরে দখল করে নেন। স্থানীয়রা বাধা দিলে তাদের তোয়াক্কা না করে কাজ করতে থাকেন।

এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ থেকে তার বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। এ নিয়ে ওই এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এদিকে ওই রাস্তায় ইটগুলো তুলে ফেলা রাখায়, সেগুলো অনেকে নিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে আব্দুস ছালামের সঙ্গে যোগাযোগ করা যায়নি। ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মহির উদ্দীন জানান, আমি সরজমিনে গিয়ে রাস্তাটি দেখি নাই। রাস্তার ইট তুলেছে কি তোলে নাই আমার জানা নাই। তবে কয়েকজন ইউপি সদস্য আমাকে ফোন করে বিষয়টি জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জানান, রাস্তার ইট তোলা ব্যাপারে অভিযোগ পেয়েছি। ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের সঙ্গে কথা বলে এ বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close