ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

  ০১ ডিসেম্বর, ২০২৪

দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার

পাবনার ভাঙ্গুড়ায় নাবালিকাকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন কচুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আসামীর নাম মো: মাহফুজ (২২)। তিনি পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে এবং কৈডাঙ্গা গ্রামের কন্যা শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামী।

র‌্যাব-১২ জানায়, চলতি বছরের ৯ সেপ্টেম্বর পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা গ্রামে এক নাবালিকা দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। পরের দিন ১০ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই মেয়ের বাবা ভাঙ্গুড়া থানায় ৪ জনকে আসামী করে একটি গণধর্ষণসহ হত্যা মামলা দায়ের করেন।

মামলার সূত্র ধরে র‌্যাব আসামি গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে র‌্যাবের অভিযানিক দল বৃহস্পতিবার গভীর রাতে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন কচুয়া এলাকায় অভিযান চালিয়ে মাহফুজকে গ্রেপ্তার করে।

মামলা সুত্রে জানা গেছে, ওই মেয়ে ভাঙ্গুড়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একাদশ শ্রেনির শিক্ষার্থী। নীরব নামে স্থানীয় এক বখাটে যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে কৌশলে ওই মেয়ের আপত্তিকর ভিডিও মোবাইলে ধারন করে বখাটে নীরব। এরপর প্রতিনিয়ত ব্লাকমেইল করে একাধিকবার ধর্ষন করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close