বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
অবৈধভাবে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা ও কারাদণ্ড
পঞ্চগড়ের বোদায় অবৈধভাবে টিএসপি ও পটাশসহ সার বিক্রি করার অভিযোগে মেসার্স নুরনবী মজুমদার ট্রেডার্স নামের এক সার ডিলারকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একইসঙ্গে অবৈধভাবে সার বেচাকেনায় জড়িত থাকায় আল মামুন নামের এক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে হতে রাত ১১টা পর্যন্ত উপজেলার নাসিরমন্ডল হাট বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার নজির এই অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার নজির জানান, আল মামুন পেশায় অটো চালক। তিনি নুরনবী মজুমদারের কাছে সার নিয়ে বিভিন্ন ছোট ব্যবসায়ী ও কৃষকদের কাছে চওড়া দরে বিক্রি করতেন। প্রথমে তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য মতে নুরনবী মজুমদারের গুদামে অভিযান চালানো হয়। সেখানে রেজিস্টার নয় এমন একটি খাতায় আল মামুনের নামে ১০-১২ লাখ টাকা করে সার বেচাকেনার প্রমাণ পাওয়া যায়। তাৎক্ষণিক ওই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা ও আল মামুনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে নুরনবী মজুমদার ট্রেডার্সের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
"