ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

  ৩০ নভেম্বর, ২০২৪

ঈশ্বরগঞ্জে টিসিবির চুরি হওয়া ডালের বস্তা উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরিষা ইউনিয়ন পরিষদ ভবনের একটি কক্ষের দরজা ভেঙে টিসিবির চুরি যাওয়া ৩১টি বস্তা ডাল উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদের পাশে ধান খেত থেকে ওই ডালের বস্তা উদ্ধার করা হয়। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান।

জানা গেছে, উপজেলার সরিষা ইউনিয়নের সাত হাজার ৮৫ জন উপকার ভোগীর জন্য টিসিবির ৫০ কেজি ওজনের ৩১ বস্তা ডাল গত বুধবার রাতে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রাখা হয়। সেই রাতেই সেখান থেকে ডালের বস্তাগুলো একটি চুর চক্র চুরি করে নিয়ে যায়। পরে বিষয়টি নিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ কয়েকজনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি বরাবর লিখিত অভিযোগ দেন টিসিবি ডিলার মো. সোহাগ। অভিযোগ পাওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী চুরি হওয়া ডাল উদ্ধার অভিযান চালায়। পরে গ্রেপ্তারের ভয়ে পরদিন বৃহস্পতিবার রাতে সেগুলো ধান খেতে রেখে যায় চোর চক্রটি।

ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, ডিলার বাদি হয়ে থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ অভিযান চালায়। পরে পরিষদের ধান খেত থেকে চুরি যাওয়া ডালের বস্তাগুলো উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close