বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

  ৩০ নভেম্বর, ২০২৪

বোরহানউদ্দিনে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ভোলার বোরহানউদ্দিনে হলুদ রংয়ের সোয়েটার ও গ্যাবার্ডিন প্যান্ট পড়া অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের পার্শ্ববর্তী ডাওরী বাজার সংলগ্ন সেতুর নিচের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানায়, ওইদিন বিকালে আসরের নামাজ শেষে কয়েক জন মুসুল্লি খাল পাড়ে গেলে ওই ব্যক্তির মরদেহটি পানিতে ভাসতে দেখেন। পরে বোরহানউদ্দিন থানায় খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা যুবকরে লাশ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close