সংক্ষিপ্ত সংবাদ
এলায়েন্স ঘোষণা
পটুয়াখালী প্রতিনিধি
সারাদেশে তরুণদের নেতৃত্বে পরিচালিত যুব সংগঠনের জাতীয় পর্যায়ে এলায়েন্স তৈরির লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা হয়েছে। বেসরকারি সংস্থা পরিত্রাণের উদ্যোগে গত বৃহস্পতিবার ঢাকা হোটেল গোল্ডেন ইন এ সভাকক্ষে দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা এর অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় ওয়াই মুভস প্রকল্পের আওতায় এই কর্মশালা থেকে জাতীয় যুব সংগঠন নেটওয়ার্ক তৈরির ঘোষণা প্রদান করা হয়েছে। পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাসের সভাপতিত্বে উজ্জ্বল কুমার দাস সঞ্চালনা করেন।
অস্ত্রসহ গ্রেপ্তার
চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় যৌথ বাহিনীর অভিযানে সেলিম রেজা নামে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ভাদড়া গ্রাম হতে সন্ত্রাসী সেলিম রেজাকে (৩৮) আটক করেন যৌথ বাহিনী। থানার ওসি পায়েল হোসেন বৃহস্পতিবার রাতে জানান, যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী সেলিম আস্ত্রসহ আটক হয়। এ সময় তার নিকট হতে একাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হওয়ার পাশাপাশি বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
কৃষি কর্মশালা
মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে প্রাকৃতিক কৃষি কর্মশালা দিনব্যাপী হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত প্রকল্প সোনাপাহাড় প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মশালা হয়। এতে আলোচনা করেন প্রাকৃতিক কৃষি সংগঠনের গবেষক মো. ইফতেখার আলী, কৃষি সংগঠনের কৃষক সমন্বয়কারী দেলোয়ার জাহান। এতে আলোচকরা প্রাণবৈচিত্র্য, বাস্তুতন্ত্র, প্রাকৃতিক কৃষির মূলনীতি, বর্তমান কৃষির সংকট, মাটি ব্যবস্থাপনা, মিওয়াকি বনায়ন, প্রাকৃতিক বালাই ব্যবস্থাপনা, নিরাপদ খাদ্য উৎপাদন, ও প্রাকৃতিক কৃষক সমাজ তৈরি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
বহিষ্কার
নবীগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীগঞ্জ ৮ নম্বর সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সভাপতি মো. শাহ আলাউদ্দিনকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে সংগঠন থেকে বহিষ্কার করা হল। বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা শাখার প্রচার বিভাগ কর্তৃক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ নভেম্বর উপজেলা ও পৌর শাখার যৌথ কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিস্তারিত পর্যালোচনান্তে মো. আলাউদ্দিন-এর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের কারণে সর্বসম্মতিক্রমে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
চুরি
শিবালয় প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয়ের চুরি হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কোলা গ্রামের প্রদীব চন্দোর বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তাভোগী প্রদীব চন্দো জানান, বাড়িতে একদল চোর ঘরের বেড়া কেটে ঢুকে নগদ এক লাখ ২৩ হাজার ও ছয় ভরি ওজনের স্বার্ণালংকার নিয়ে যায়। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। শিবালয় থানার ওসি এ আর আল মামুন বলেন, চুরির ঘটনায় পুলিশ পাঠানো হয়েছিল।
আটক
দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ি দীঘিনালায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এক কেজি ৫০ গ্রাম গাঁজা সহ মো. মোস্তফা (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের মধ্য বোয়ালখালী এলাকার মেইন সড়ক থেকে তাকে আটক করা হয়। দীঘিনালা থানা ওসি মো. জাকারিয়া বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দীঘিনালা চোরাচালান ও মাদক কারবারিদের ধরতে থানা-পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করছে।
"