রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
রায়গঞ্জে সেতুর নিচে বৃদ্ধের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়কের ভূইয়াগাতী সেতুর নিচ থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার আব্দুল মান্নান (৬০) নামের একজনের মরদেহটি উদ্ধার করা হয়।
আব্দুল মান্নান উল্লাপাড়া উপজেলার চড়িয়া শিকার (মধ্যেপাড়া) এলাকার আব্দুর রহমান টুনু সরকারের ছেলে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মারা যাওয়া আব্দুল মান্নান একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। সেতুর পাশে রাস্তা আছে মনে করে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে মারা যান তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আব্দুল মান্নান বাড়ি থেকে বেড় হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রাতে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধ্যান পায়নি।
সলঙ্গা থানার ওসি রবিউল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
"