ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

  ৩০ নভেম্বর, ২০২৪

নিখোঁজের ১৩ দিন পর সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ

চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজ হওয়ার ১৩ দিন পর সেপটিক ট্যাংক থেকে বস্তাবন্দি অবস্থায় তাবাসসুম নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার সকালে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া গ্রামে বাসিন্দা বস্তাবন্দি মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। ৬ বছর বয়সী তাবাসসুম বড় বেতুয়া গ্রামের আমান হোসেনের কন্যা।

জানা গেছে, চলতি নভেম্বরের ১৭ তারিখে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় তাবাসসুম। পরের দিন ভূজপুর থানায় শিশুটির পরিবারের পক্ষ থেকে নিখোঁজের ঘটনায় একটি ডায়েরি করা হয়। গতকাল পাশের বাড়ির একটি শৌচাগার থেকে তারা বস্তাবন্দি মরদেহ পাওয়া যায়।

ভূজপুর থানার ওসি গোলাম সরওয়ার বলেন, ‘লাশ উদ্ধারের পর পরিবারের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close