নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ
সুবর্ণজয়ন্তীতে দুই দিনব্যাপী উৎসব
ঢাকার নবাবগঞ্জে ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সেন্ট ইউফ্রেজিস বালিকা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজে ৫০ বছর পূর্তিতে উৎসব হয়েছে। সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গতকাল শুক্রবার দুদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
গতকাল অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা। পরে প্রতিষ্ঠানের ৫০ বছর উপলক্ষ্যে ৫০ জন শিক্ষার্থী নৃত্যের মাধ্যমে গ্রামবাংলার সংস্কৃতি তুলে ধরা হয়। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ইউফ্রেজি বারবীর ম্যুরাল উন্মোচন ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অঞ্জলি প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিস্টার মেবেল কস্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহাধর্মদেশের আর্চ বিশপ বিজয় এন ডি ক্রুজ। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও হাসনাবাদ ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার স্ট্যানিসলাউস গমেজ, নটরডেম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সিলর ফাদার প্যাট্রিক গ্যাফনি, বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা কমিশনার সেক্রেটারি জ্যোতি এফ গমেজসহ অন্যরা।
"