জামালপুর প্রতিনিধি
সংবাদ সম্মেলন
জামালপুরে হাসপাতাল ভাঙচুরের ঘটনায় বিচার দাবি
জামালপুর শহরের সর্দারপাড়া এলাকায় অবস্থিত বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান এম এ রশিদ হাসপাতালে ভাঙচুরের ঘটনার প্রতিবাদ জানিয়েছে কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার দুপুরে এ সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়। এতে ভাঙচুরে জড়িতদের অতিসত্তর আইনের আওতায় না আনলে জেলায় সব ধরনের বেসরকারি হাসপাতাল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এম এ রশিদ হাসপাতালের পরিচালক অবসরপ্রাপ্ত মেজর ডা. মিজানুর রহমান, জামালপুর বেসরকারি ডায়াগনস্টিক ক্লিনিক মালিক সমিতির সভাপতি হারন অর রশিদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাপ্পী প্রমুখ।
অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, হাসপাতাল বন্ধ করতে একদল দুর্বৃত্তরা বৃহস্পতিবার গভীর রাতে হাপাতাল প্রধান ফটকের দরজা, জানালাসহ আসবাবপত্র ভাঙচুর করে দশ লাখ টাকার ক্ষতি করেছে।
এ ঘটনার সঙ্গে জড়িতদের অতিসত্তর আইনের আওতায় না আনলে জামালপুর জেলায় সব ধরনের বেসরকারি হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে।
হাসপাতাল ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সল মো. আতিক প্রতিদিনের সংবাদকে বলেন, হাসপাতালে ভাঙচুরের ব্যাপারে একটি অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
"