লালমনিরহাট প্রতিনিধি
শোক
মোফাখখারুল ইসলাম
লালমনিরহাটে উত্তর জনপদের গণমানুষের প্রতিনিধি, সময় টেলিভিশনের সাবেক সিনিয়র সংবাদকর্মী ও আশির দশকের দৈনিক বাংলা বাজার পত্রিকার তুখোড় সাংবাদিক মোফাখখারুল ইসলাম মজনু (৬৫) আর
নেই। গতকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকা আগারগাঁওয়ের নিউরো সাইন্স হসপিটালে
ভোর ৪টা ৩০ মিনিটে তিনি মারা যান।
জানা গেছে, আশির দশকে রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানল পত্রিকা দিয়ে মোফাখখারুল ইসলাম মজনুর সাংবাদিকতা শুরু। দীর্ঘদিন দৈনিক দাবানল পত্রিকায় লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পর ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং বাংলা বাজার পত্রিকায় কাজ শুরু করেন তিনি। পরে সিএসবি টিভি চ্যানেলের মাধ্যমে টেলিভিশন সাংবাদিকতা শুরু। এরপর দীর্ঘ দিন সময় টিভিতে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। ষাট বছর
বয়স হওয়ায় সময় টিভি থেকে বিযুক্ত হয়। সর্বশেষ সবুজ
বাংলা নামের ঢাকা থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকায় কাজ করতেন।
লালমনিরহাটে বাদ মাগরিব নামাজে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি দুই সন্তান, স্ত্রী ও অসংখ্য অনুগ্রাহী রেখে যান।
"