ঝালকাঠি প্রতিনিধি
অবরুদ্ধ মুক্তিযোদ্ধাকে ইউএনওর উদ্ধার
ঝালকাঠির নলছিটিতে আট দিন ধরে একটি কক্ষে তালাবদ্ধ করে আটকে রাখা বীর মুক্তিযোদ্ধা বাবাকে উদ্ধার করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। ভুক্তোভোগীর মেয়েরাই তাকে আটকে রাখেন। গত বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।
বীরমুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন তালুকদার জানান, স্ত্রী মারা যাওয়ার পরে পাঁচ মেয়ের অনুমতিতে তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি নলছিটি শহরে বাসাভাড়া করে থাকেন। গত ১৯ নভেম্বর মেয়েরা তাকে ধরে এনে সরই গ্রামে বড় মেয়ে লাকি বেগমের স্বামী কবির হোসেন রনির বাড়িতে তালাবদ্ধ করে রাখেন। মেয়েরা জোর করে বাবার জমির দলিল করিয়ে নিতে চায়। তিনি এতে রাজি না হওয়ায় তাকে আট দিন ধরে আটকে রাখে। বিষয়টি তার দ্বিতীয় স্ত্রী জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়। তিনি গিয়ে মোশাররফ হোসেনকে উদ্ধার করেন।
মোশাররফ হোসেনের মেয়ে, রেবা আক্তার ও লাকি আক্তার জানান, বাবা সকল সম্পত্তি থেকে তাদের বঞ্চিত করছেন। তাই তাকে আটকিয়ে রাখা হয়েছিল।
ইউএনও নজরুল ইসলাম বলেন, ওই মুক্তিযুদ্ধোকে বলা হয়েছে তার মেয়েরা যেন সম্পত্তি থেকে বঞ্চিত না হয়।
"