ফেনী প্রতিনিধি
ফেনীতে ৬০ হাজার কৃষক পাচ্ছে বীজ-সার
ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পূর্নবাসন কর্মসূচীর আওতায় বীজ-সার বিতরণ করা হচ্ছে। এতে জেলার ৬ উপজেলায় ৬০ হাজার কৃষক পূনর্বাসের আওতায় পাচ্ছেন এ সুবিধা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে অতিবৃষ্টি, বন্যা ও ভারতীয় পাহাড়ী ঢলের পানিতে জেলার ৬ উপজেলার কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন। আমন আবাদ বিঘ্ন ঘটে। সেই ক্ষতি পুষিয়ে নিতে চলতি মৌসুমে সবজি আবাদ, রবি ফসল এবং বোরো আবাদে কৃষকদের উৎসাহ যোগাচ্ছে কৃষি বিভাগ। ইতিমধ্যে সরকার জেলার ৬ উপজেলায় ৬০ হাজার কৃষককে পুনর্বাসন কর্মসূচীর আওতায় এনেছেন। এদের মধ্যে উপষী জাতের পাঁচ কেজি বীজ, পাঁচ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার সহ মোট ২৫ কেজি কৃষি উপকরণ সহায়তা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ফেনী সদর উপজেলায় ১৫ হাজার, ছাগলনাইয়া উপজেলায় ১১ হাজার, ফুলগাজী উপজেলায় নয় হাজার ৫০০, পরশুরাম উপজেলায় সাত হাজার, দাগনভূঞা উপজেলায় ১৩ হাজার ও সোনাগাজী উপজেলায় চার হাজার ৫০০ কৃষক রয়েছেন।
"