কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

  ২৯ নভেম্বর, ২০২৪

কালীগঞ্জে বিলু হত্যা

সাড়ে ৬ বছর পর মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গাজীপুরের কালীগঞ্জের আলোচিত বিল্লাল ওরফে বিলু (৪৫) হত্যা মামলার মৃত্যৃদণ্ড সাজাপ্রাপ্ত আসামি ফালানকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। এর আগে, বুধবার বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর (টেকপাড়া) গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।

গ্রেপ্তার ফালান উপজেলার বাহারদুসাদী গ্রামের মৃত তালেব আলীর ছেলে। অন্যদিকে হত্যার শিকার বিল্লাল উপজেলার বাহারদুসাদী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের সৈয়দ আলী ওরফে কিতাবের ছেলে।

ওসি মো. আলাউদ্দিন জানান, ১৯৯৫ সালে ৭ ডিসেম্বর উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর বাজারে হত্যার শিকার হন শ্রমিক নেতা বিল্লাল ওরফে বিলু। ওই ঘটনায় নিহতের ছোট ভাই মো. জালাল উদ্দিন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা ১৯৯৭ সালে ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে দীর্ঘ ২৩ বছর পর আলোচিত ওই হত্যা মামলার রায় হয় ২০১৮ সালের ২৩ এপ্রিল। গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় দেন। এতে চার্জশিটভুক্ত ১৩ আসামির সবাইকে ফাঁসির দণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেয় আদালত। ওসি আরো জানান, রায় ঘোষণার পর দীর্ঘ প্রায় সাড়ে ছয় বছর পলাতক ছিলেন হত্যা মামলার মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি ফালান। গত বুধবার বিকেলে কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর (টেকপাড়া) গ্রাম থেকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, ১৯৯৫ সালে ৭ ডিসেম্বর বিলুদের গৃহকর্মী জাকারিয়া লাউ চুরি করেছে বলে অভিযোগ নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তর্ক হয়। পরে ওই ঘটনায় ওই দিন বিকেলে মামলার এক আসামি এ বিষয়ে কথা বলার জন্য বিলুকে বাড়ি থেকে ঈশ্বরপুর বাজারে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে বলে জানা গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close